Indian Prime Time
True News only ....

বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপো এনে দিলেন প্রথম ভারতীয় কন্যা

- sponsored -

- sponsored -

ব্যুরো নিউজঃ নরওয়েঃ টোকিও অলিম্পিক্সে নিরাশ হলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে হরিয়ানার কুড়ি বছরের কন্যা অংশু মালিক রুপো জিতে নজির গড়লেন।

গতকাল অংশু নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত ৫৭ কেজির ফাইনালে ২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন হেলেন লুসি মারৌলিসের কাছে হেরে গেলেও দেশকে রুপো এনে দিলেন। ফাইনালে অংশু আগ্রাসী মেজাজে শুরু করলেও মার্কিনী কুস্তিগীরের কাছে ৪-১ হারতে হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

২০০৬ সালে অলকা টোমার, ২০১২ সালে গীতা ফোগাট ও ববিতা কুমারী, ২০১৮ সালে পূজা ধান্ডা এবং ২০১৯ সালে ভিনেশ ফোগাট এই প্রতিযোগীতা থেকে ব্রোঞ্জ জেতেন। আর এই প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে রুপো জিতে দেশকে গর্বিত করলো।

ফাইনালে সোনা জিততে না পেরে লড়াইয়ের শেষে অংশু যন্ত্রণায় কাঁদতে থাকেন। কিন্ত গোটা দেশ অংশুর সাফল্যে গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশুকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে একই দিনে সরিতা মোর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ৫৯ কেজি বিভাগ থেকে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored