নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার কোরাপুটের বোরিগুম্মা বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবোঝাই বেসরকারী বাসে আচমকা টায়ার ফেটে আগুন লেগে তা মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসে আগুন ধরে যেতেই যাত্রীদের মধ্যে আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে গিয়েছিল।
সূত্রের খবর, গতকাল ওই বাসটি হায়দ্রাবাদ থেকে ওড়িশার সিংহপল্লিতে যাচ্ছিল। এরপর ওই বাসস্ট্যান্ড আসতেই বিকট শব্দে বাসটির একটি টায়ার ফেটে তাতে আগুন ধরে যায়। তারপর পথচারীরা সতর্ক করতেই বাসটি থেকে নামার হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু ওই আগুনের তেজ ততক্ষণে আরো বেড়ে গিয়েছিল।
তবে প্রত্যক্ষদর্শীরা যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। ফলে সকলেই প্রাণে বেঁচে গিয়েছেন। পাশাপাশি দমকল বিভাগেও খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও ততক্ষণে সমগ্র বাসটি একেবারে পুড়ে গিয়েছিল।