নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার মাদপুরের কাছে জাতীয় সড়কের উপর হঠাৎ কলকাতা থেকে খড়্গপুরগামী একটি বাসে দাউ দাউ করে আগুন ধরে গিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বাসটি কলকাতার বাবুঘাট থেকে রওনা দিয়েছিল। গন্তব্য ওড়িশার পারাদ্বীপ ছিল। কিন্তু রাতেরবেলা ৯টা নাগাদ বাসটি ওই এলাকা দিয়ে যাওয়ার পথে ইঞ্জিনে আগুন লেগে যায়। এরপর বাসের চালক গাড়ি থেকে নেমে গেলেও বাসের দরজা বন্ধ থাকায় যাত্রীরা কোনোক্রমে দরজা খুলে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। কেউ কেউ আবার জানলা দিয়েও ঝাঁপ দেন।
তবে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া এই বাসে প্রচুর পণ্যও ছিল। এই ঘটনায় দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাহায্যে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে এসে শিশু সহ প্রায় ৩০ জন যাত্রীকে উদ্ধার করে গাড়িতে করে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
কিন্তু এখনো অবধি আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যাওয়ায় তা জানার চেষ্টা চলছে। এদিকে গাড়ির চালক ও কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন।