নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ রাজ্য জুড়ে করোনা ভাইরাস লাগাম টানতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ ই জুন থেকে ৩০ শে জুন অবধি লকডাউন ঘোষণা করেছেন। কিন্তু করোনা সংক্রমণ কিছুটা কমার জেরে বিধিনিষেধের ওপর সামান্য ছাড় দেওয়া হয়েছে। তবে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণটাই বন্ধ রয়েছে।
কিন্তু এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চল টাউনশিপ থেকে নন্দীগ্রাম পারাপারের ব্যবস্থা সরকারীভাবে বন্ধ থাকলেও অনায়াসেই অধিক সংখ্যক যাত্রী বহন করে বেসরকারী ভুটভুটি চলছে। এছাড়া পারাপারের জন্য যাত্রীদের কাছ থেকে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। হলদিয়া পৌরসভা লদিয়া ফেরি সার্ভিস এই ঘাটটি পরিচালনা করেন।
অভিযোগে জানানো হচ্ছে যে, লকডাউন ও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেসরকারীভাবে এই ফেরি পরিষেবা চালানো হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত একবছর আগে রূপনারায়ণ নদীতে এইভাবে পারাপারের সময় ভুটভুটি উল্টে গিয়েছিল। এই ঘটনায় বেশ কয়েকজন প্রাণও হারিয়ে ছিলেন।