মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ গতকাল বাংলাদেশের দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে একটি ফেরি আসার সময় কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে যায়। ফেরির মধ্যে থাকা অন্তত পণ্যবাহী ১৭ টি ট্রাক জলে ডুবে গেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নিশ্চিতভাবে বলা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ”আমানত শাহ দৌলতদিয়া ঘাট থেকে ১৭ টি ট্রাক নিয়ে ফেরিটি পাটুরিয়া ঘাটে আসে। এখানে পাঁচ নম্বর ঘাটে লাগানোর পর হঠাত্ ফেরিটি কাত হয়ে আংশিক ডুবে যায়। তখনই ফেরিতে থাকা ট্রাকগুলো নদীতে পড়ে যায়”।
Sponsored Ads
Display Your Ads Here
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপ মহাব্যবস্থাপক মহম্মদ জিল্লুর রহমান বলেছেন, ”হয়তো কোনো কারণে ফেরিটি নদীতে থাকতেই জল উঠছিল। এরপর ঘাটে আসতে আসতে নীচে বেশী জল জমে যাওয়ায় যানবাহন ওঠার সময় একদিক কাত হয়ে ডুবে গেছে”।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পরই দমকল বিভাগ উদ্ধার অভিযান শুরু করেছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মহম্মদ শরিফুল ইসলাম জানিয়েছেন, ”আমাদের দল ও ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছে”।
Sponsored Ads
Display Your Ads Here