নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার জগৎসিংহপুর জেলায় নিজের ১৫ দিনের শিশুপুত্রকে দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ উঠেছে খোদ বাবার বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এক যুবক জেলার পোকাপুর গ্রামের বাসিন্দা কাঙালি মল্লিককে নিজের সন্তান বিক্রি করেন। শিশুটির ঠাকুমা বিষয়টি জানতে পেরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। শিশু সুরক্ষা বাহিনীকেও খবর দেওয়া হয়। এরপর পুলিশ তল্লাশি অভিযান শুরু করে সদ্যোজাতকে উদ্ধার করে কাঙালি নামের ওই মহিলাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পারিবারিক বিবাদের জেরে ওই শিশুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় ওই শিশুটির মা-বাবা থানায় আত্মসমর্পণ করেছেন। জেলার শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান বিশ্বেশ্বরী মোহান্তি জানান, ‘‘সদ্যোজাত ঠাকুমা অভিযোগ দায়ের করেন। তারপর আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পারি। আপাতত এই ঘটনার তদন্ত চলছে।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code