ব্যুরো নিউজঃ ফ্লোরিডাঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডো শহরের কাছে ২ বছর বয়সী ছেলের গুলিতে মৃত্যু হয়েছে বাবার। মৃত ব্যক্তির নাম রেগি মাবরি।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, রেগি মাবরির বাড়িতে গুলিভর্তি একটি বন্দুক ব্যাগে অরক্ষিত অবস্থায় ছিল। তার ছোট্টো ছেলেটি সেই বন্দুকটি ব্যাগ থেকে বের করে হাতে নিয়ে খেলতে খেলতে ভুলবশত সেখান থেকে গুলি বেরিয়ে গেলে তা রেগি মাবরির পিঠে লাগে। সেই সময় রেগি মাগরি কম্পিউটারে ভিডিও গেম খেলছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন, গুলিবিদ্ধ রেগি মাবরি মেঝেতে পড়ে রয়েছেন। আর তার স্ত্রী মারি আয়ালা বুক চেপে ধরে বাঁচানোর চেষ্টার করছেন। কিন্তু পুলিশ আধিকারিকরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই রেগি মাবরি মারা যান।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা ছিল রেগি মাবরি আত্মহত্যা করেছেন। পরে ওই দম্পতির তিন সন্তানের মধ্যে বড়ো ছেলে পুলিশকে বলে, “দু’বছরের ছোটো ভাই বাবাকে গুলি করেছিল।” এই মর্মান্তিক ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here