নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার কুন্ডেই এলাকার নবরঙ্গপুর গ্রামে ৩ বছর বয়সী শিশুকে কাফ সিরাপের বদলে বিষ খাইয়ে খুন করার অভিযোগে গ্রেফতার সৎ বাবা। অভিযুক্তের নাম বিশ্বনাথ গোন্ড। পেশায় একজন হাতুড়ে চিকিৎসক।
জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে বিশ্বনাথ প্রেমিকা গায়ত্রী গোন্ডকে বিয়ে করেন। কিন্তু এর আগে গায়ত্রীর প্রথম পক্ষের এক জন সন্তান থাকায় শিশুপুত্রকে নিয়েই বিশ্বনাথের সাথে সংসার শুরু করেছিলেন। তবে গত দু’দিন ধরে সর্দি-কাশিতে অসুস্থ হয়ে পড়ায় স্বামীকে ছেলের জন্য ওষুধ দিতে বললে বিশ্বনাথ একটি কাফ সিরাপ দেন। ১১ টার সময় খাওয়ানো হয়।
এরপর শিশুটি বমি করতে শুরু করলে বিকেলবেলা ৩ টে নাগাদ মারা যায়। কিন্তু মৃত্যুর পর গায়ত্রীর সন্দেহ হয়, বিশ্বনাথ ইচ্ছা করেই কাফ সিরাপের বদলে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তারপর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বাড়িতে এসে মৃতদেহ উদ্ধার করেন। আর কাফ সিরাপের শিশিটিও বাজেয়াপ্ত করেন।
তবে বিশ্বনাথ ঘটনার পর থেকেই রাজ্য ছেড়ে পালিয়ে ছত্রিশগঢ়ের সীমান্তের কাছে পৌঁছে যান। পুলিশ বিশ্বনাথকে সেখান থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।