নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় সন্তান না হওয়ায় গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, প্রায় ছ’বছর আগে সাগরপাড়ার খয়রামারি এলাকার বাসিন্দা লতিফ শেখের সাথে ডোমকলের মেহেদিপাড়ার বাসিন্দা মেরিনা বিবির বিয়ে হয়েছিল। একটি সন্তান হয়েছিল। কিন্তু প্রায় দেড় বছর আগে ওই সন্তানের মৃত্যু হওয়ার পর আর সন্তান না হওয়ায় শ্বশুর লুৎফর শেখ ও শাশুড়ি ফিরোজা বিবি মেরিনার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করেন। তবে গতকাল রাতেরবেলা তা চরমে ওঠে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
রাতেরবেলা যখন সে ঘরে শুয়েছিল তখন লুৎফর ও ফিরোজা মেরিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর চিৎকার শুনে লতিফ পাশের ঘর থেকে ছুটে গিয়ে মেরিনাকে বাঁচানোর চেষ্টা করায় তাকে বাঁশ দিয়ে মেরে মারা ফাটিয়ে দেওয়া হয়। তারপর এলাকাবাসীরা ছুটে এসে মেরিনা এবং লতিফকে উদ্ধার করেন।
লতিফকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আর মেরিনাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মেরিনার বাপের বাড়ির তরফ থেকে অভিযুক্ত শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। যদিও লুৎফর ও ফিরোজা এই ঘটনার পর থেকেই পলাতক।