নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল জলপাইগুড়ির ঠাকুরেরকামাত গ্রামে হাত-পা বেঁধে, বাঁশ দিয়ে লাগাতার মারধর করে বাবাকে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছে ছেলে। মৃতের নাম মানিক রায়। বয়স ৪২ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তুমুল উত্তেজনা শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে পেশায় কাঠমিস্ত্রী মানিক পরিবার নিয়ে এখানে এসেছিলেন। বাড়িতে স্ত্রী, তিন সন্তান ও শাশুড়ি থাকেন। কিন্তু প্রায়শই পরিবারে অশান্তি হত। কয়েক বার গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যা বিবাদ মেটানোর চেষ্টা করলেও লাভ হয়নি। এদিন সকালবেলা থেকে ছেলে সঞ্জয় ও তার বাবার মধ্যে বাড়িতে ঝগড়া হচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তখনই সঞ্জয় মানিকবাবুকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে দড়ি দিয়ে হাত-পা বেঁধে উঠোনে ফেলে রাখে। ওই সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে সঞ্জয় সবাইকেই মারধর করে। এরপর আবার সঞ্জয় মানিকবাবুকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করলে সেখানেই তিনি লুটিয়ে পড়েন। তখন কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর মানিকবাবুকে অচেতন অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরেই পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করলে সে জেরায় জানিয়েছে, ‘‘প্রতিদিন বাবা তার উপরে অত্যাচার করতেন। তবে মারধরের কারণে মারা যাবে বুঝতে পারেনি।’’
Sponsored Ads
Display Your Ads Here