পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ঝড়ের প্রভাব বাংলায় খুব বেশী না হলেও প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। আর গতকাল ঝড়ে পড়ে থাকা গাছের ডাল সরাতে গিয়েই দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমার শ্রীধরনগরে দশম শ্রেণীর এক জন ছাত্রের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম শুভজিৎ দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ঝড়ের পর বিদ্যুৎয়ের খুঁটি থেকে বাড়িতে যাওয়া সার্ভিস তারের উপর গাছ পড়ে যায়। আর তাতেই ওই তার কেটে গিয়ে শুভজিৎয়ের বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে পরিবারের সদস্যদের নিয়ে গাছটিকে কেটে সরাতে গিয়েছিল। এদিকে বিদ্যুৎয়ের খুঁটি থেকে সংযোগকারী কেটে যাওয়া তারে তখনও বিদ্যুৎ ছিল। ফলে শুভজিৎ ওই পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পরিবারের সদস্যদের চিৎকার শুনে বাসিন্দারা এগিয়ে এসে মেন লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুভজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনাটি ঘটেছে কিভাবে, তা দ্রুত খতিয়ে দেখতে ব্লক প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে, পরিবারের ছেলের এহেন মর্মান্তিক মৃৃত্যুতে সকলেই শোকগ্রস্ত।
Sponsored Ads
Display Your Ads Here