নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ কলকাতার পর এবার পশ্চিম মেদিনীপুরের লাইব্রেরী রোড থেকে ধরা পড়লো ভুয়ো আইপিএস অফিসার। ওই ভুয়ো আইপিএস অফিসার সবসময় নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেন। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ভুয়ো আইপিএস ব্যাচ, রিভালবার রাখার হোল্ডার সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, “ধৃত এলাকার বাসিন্দা সৌম্যকান্তি মুখোপাধ্যায়। সৌম্যকান্তি নিজেকে ভুয়ো আইপিএস অফিসার পরিচয় দিয়ে স্থানীয় তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দেনা মুকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা নিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু কয়েকদিন দিন আগেই তাপসবাবু থানায় লিখিত অভিযোগ করেছিলেন যে, তার বেশ কিছু টাকার দেনা রয়েছে। সৌম্যকান্তি টাকার পরিবর্তে তাকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলে দেনা মুকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন”।
Sponsored Ads
Display Your Ads Here
সেই মতো টাকা দিলেও এক মাস কেটে যাওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। সৌম্যকান্তিকে যোগাযোগ করার চেষ্টা করেও সফল না হওয়ায় বাধ্য হয়েই অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এও জানা যায় যে ওই যুবক নিজেকে আইপিএস অফিসার হিসেবে তৈরী করার জন্য একাধিকবার ইউপিএসসি সহ বিভিন্ন পরীক্ষায় বসেছিলেন। তবে প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এরপর কম সময়ের মধ্যে টাকা উপার্জন করতে এই পথ বেছে নিয়েছিলেন। আজ তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে।