নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মানিকচক ব্লকের গোপালপুর বালুটোলা এলাকায় প্রায় এক মাস ধরে গঙ্গার ভাঙ্গন চলছে। ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা তাদের ঘর-বাড়ি তলিয়ে যাওয়ার আগেই অন্যত্র সরিয়ে নিয়ে চলে যাচ্ছে।
এলাকাবাসীরা জানান, “ইতিমধ্যে গঙ্গায় ৭০ থেকে ৮০ বিঘা কৃষি জমি তলিয়ে গিয়েছে। বেশ কিছুদিন আগে রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ওই এলাকায় পরিদর্শনে গিয়ে দ্রুত অস্থায়ী ভাঙ্গন রোধের কাজ শুরু করার কথা জানিয়েছিলেন”।
Sponsored Ads
Display Your Ads Here
মালদা শেষ দপ্তরের জুনিয়ার ইঞ্জিনিয়ার ভাগ্যেদয় মন্ডল বলেন, “নাইলন করে বালির বস্তা ভরে ফেলে কাজ করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছি। ইতিমধ্যে ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও এলাকার বাসিন্দাদের তরফ থেকে দাবী করা হয়েছে যে, “অবিলম্বে তাদের পুনর্বাসন করতে হবে। এর জন্য নতুন কলোনী করে দিতে হবে। এর পাশাপাশি দাবী করা হয়েছে যে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়”।
Sponsored Ads
Display Your Ads Here