নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর কারণে নদীয়ার কাটোয়ার অগ্রদ্বীপের সরওয়ারি পাড়ায় একটানা তিন দিন পুরো গ্রাম বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুৎ আসার নাম নেই। তাই উপায় না দেখে এলাকাবাসীরা স্বস্তির খোঁজে দিনেরবেলা ও রাতেরবেলা বেশীরভাগ সময় গাছ তলায় দিন কাটাচ্ছেন। আর সন্ধ্যেবেলা হলেই সমগ্র পাড়া অন্ধকারে ডুবে থাকছে। ফলে রাতেরবেলা মানুষজনকে মোমবাতি বা টর্চের আলোয় কাটাতে হচ্ছে।
ঝড়ের দু’দিন আবহাওয়া শীতল থাকলেও গতকাল রাতেরবেলা থেকেই গরম বেড়েছে। বেশীরভাগ মানুষই টিন বা ঝুপড়ির বাড়িতে থাকার জন্য বিদ্যুৎ না থাকায় গাছ তলায় আশ্রয় নিয়েছেন।এলাকার এক জন বাসিন্দা জানান, “প্রায়ই বিদ্যুৎ থাকে না। তাই আমাদের গাছ তলায় দিন কাটাতে হয়। তার উপর আবার ঝড় হওয়ায় তিন দিন ধরে পাড়ায় বিদ্যুৎ নেই। দিনেই রান্না করে রাখতে হচ্ছে। মোমবাতি জ্বালিয়ে ছেলে-মেয়েরা পড়াশোনা করছে। বাড়িতে অসুস্থ মানুষকে হাত-পাখা দিয়ে হাওয়া করতে হয়। দুর্যোগের ক’দিন বিদ্যুৎ না থাকায় ভরসা মোমবাতি বা টর্চের আলো।”
Sponsored Ads
Display Your Ads Here
কাটোয়া বিদ্যুৎ দপ্তর এই বিষয়ে মৌখিক ভাবে জানায়, “এই এলাকার বিদ্যুৎ নদীয়া জেলার দেবগ্রাম থেকে যোগ হয়েছে। তাই তাদের কিছু করার নেই।” আবার নদীয়া জেলার দেবগ্রাম বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলে মৌখিক ভাবে জানানো হয়, “ঝড়ের কারণে ১১০০০ লাইনে গাছ পরে থাকায় এই সমস্যা। তবে আজ কয়েক ঘন্টার মধ্যেই বিদ্যুৎ সংযোগ করা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here