চয়ন রায়ঃ কলকাতাঃ গত ৯ ই আগস্ট আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসকের উপর নির্মম অত্যাচারের পর খুনের ঘটনায় ১৪ ই আগস্ট মধ্যরাতে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট গুণীজনেরা নির্যাতিতার বিচার চেয়ে পথের দখল নিয়েছিল। সাথে ছিল মশাল, মিছিল, শ্লোগান। আর এবার জুনিয়র চিকিৎসকদের সংগঠন কর্মসূচীর ডাক দিয়েছে। আজ ‘বিচার পেতে আলোর পথে’ নামে কর্মসূচী পালিত হচ্ছে।
প্রথমে আহ্বান ছিল, সবাই যেন ঘরের বৈদ্যুতিন আলো নিভিয়ে মোমের আলোয় প্রতিবাদ জানান। পরে তা বদলে গিয়ে বিভিন্ন মহল থেকে মোমের আলোয় আলোর পথ তৈরী করার ডাক আসে। এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস খোদ আলো নিভিয়ে প্রতিবাদ চলে। শহর থেকে রাজ্য অর্থাৎ জেলার বিভিন্ন প্রান্তে মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছেন।