অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই আছে। আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার অবধি ভারী বৃষ্টিপাত চলবে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। তাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে নদীতে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতিও তৈরী হতে পারে।
জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মালদা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া রবিবার থেকে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলী, বাঁকুড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশী পরিমাণে থাকায় আর্দ্রতা বৃদ্ধি পাবে।
শনিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে।