চয়ন রায়ঃ কলকাতাঃ শীতের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন জ্বলছে নিউ টাউনের ইকো পার্কের কাছেই। ওই এলাকায় রয়েছে শতাধিক ঝুপড়ি। এসআইআর আবহে ওই ঝুপড়িগুলি ফাঁকা হয়ে যাচ্ছিল, এমন ছবি সামনে আসে। এবার সেই ঝুপড়িগুলিতেই আগুন ধরে গিয়েছে। একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যাচ্ছে চোখের নিমেষে। ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। আগুনের মধ্যে থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ঝুপড়ি খালি হওয়ার ছবি সামনে আসছিল। অভিযোগ ওঠে, বাংলাদেশ থেকে অনেকে এসে ওই ঝুপড়িতে বসবাস শুরু করেছিলেন, এসআইআর শুরু হওয়ার পর তাঁরা ঘরে তালা দিয়ে চলে যান। তবে বেশ কিছু ঝুপড়িতে এখনও মানুষজন ছিল। সেই এলাকাতেই দাউদাউ করে জ্বলছে আগুন। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তারা কাজ শুরু করতে পারেনি এখনও। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঝুপড়ির ভিতর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ এখনও স্পষ্ট নয়।

তবে এই অগ্নিকাণ্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ বলছেন, “ফাঁকা জায়গায় আগুন কী করে ধরল? ওখানকার বাসিন্দারা তো পগারপার। সেই জায়গাটা আবার কোনও প্রোমোটারের নজরে পড়ল না তো?” ভবিষ্যতে কারণটা সামনে আসবে বলে মনে করছেন তিনি। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, তিনিই ফোন করে পুলিশ ও দমকলকে বিষয়টি জানিয়েছেন। বিরোধীদের অভিযোগ সম্পর্কে সব্যসাচী বলেন, “এটা নিছকই দুর্ঘটনা। সেখানে মানুষ এখনও বসবাস করছেন। ইচ্ছে করে কেউ নিজের বাড়ি পুড়িয়ে দেয় না। পাগলও নিজের ভাল বোঝে।”
Sponsored Ads
Display Your Ads Here









