নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িঃ মঙ্গলবার ধূপগুড়িতে উপনির্বাচন শান্তিতেই মিটেছিল। আজ ফল ঘোষণার পালা ছিল। আর গণনা শেষে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায় বিজেপি প্রার্থী তাপসী রায়কে চার হাজারেরও বেশী ভোটে হারিয়ে জয়ী হলেন। আর জয়ী হতেই তৃণমূলের কর্মী সমর্থকেরা আবীর খেলায় মাতলেন। সাথে মিষ্টি বিতরণ শুরু হয়েছে।
পাশাপাশি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব গান গেয়ে জয় উদ্যাপন করলেন। তৃণমূলের প্রার্থীর জয়ের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে টুইটারে লেখেন, “ঘৃণা এবং ধর্মান্ধতার রাজনীতির বদলে উন্নয়নের রাজনীতি গ্রহণ করার জন্য ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ।
Sponsored Ads
Display Your Ads Here
অক্লান্ত পরিশ্রম করে জনগণের সাথে সংযোগ স্থাপনের জন্য তৃণমূল কর্মীদের স্যালুট জানাই। আমরা ধূপগুড়ির উন্নয়ন নিশ্চিত করার চেষ্টায় কোনোরকম ত্রুটি রাখব না। জয় বাংলা।” প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিষ্ণুপদ রায় এই আসনে জয়ী হন। কিন্তু বিষ্ণুপদ রায়ের মৃত্যু হওয়ায় আবার এই উপনির্বাচন হয়।
Sponsored Ads
Display Your Ads Here