Indian Prime Time
True News only ....

প্রবল বর্ষণে জলমগ্ন গোটা শহর

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ ফের ভারী বৃষ্টিতে বেহাল বেঙ্গালুরু। রাতভর বৃষ্টির জেরে সমগ্র শহর জলমগ্ন শহর হয়ে পড়েছে। এর জেরে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

প্রসঙ্গত, রবিবার রাত থেকে টানা বৃষ্টির জন্য গতকাল প্রশাসন নির্দেশিকা দিয়ে শহরবাসীকে ঘরে থাকার কথা বলেছেন। জরুরী কাজ ছাড়া বাইরে বের হতে বারণ করেছেন। ইকো স্পেসের কাছে বেল্লান্দুর, ভারথুর, বেল্লান্দুর, কে আর মার্কেট ও সিল্ক বোর্ড জাংশনে সব থেকে বেশী জল দাঁড়িয়েছে।

এছাড়া জলমগ্ন এয়ারপোর্ট রোডে বাস আটকে রয়েছে। এখন বেলাগেরে-পানাথুর রোড ছোটখাটো নদী হয়ে উঠেছে। মহাদেবপুরার প্রায় ৩০ টি আবাসনের একতলা এবং বেসমেন্ট জলের নীচে। উদ্ধারকারী দল নৌকায় চাপিয়ে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিকে গত সোমবার ও মঙ্গলবার গাছ উপড়ে বহু রাস্তা বন্ধ ছিল। স্কুল-কলেজও দু’দিন বন্ধ ছিল। আর এসব নিয়ে তথ্যপ্রযুক্তি কর্তারা মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে অভিযোগ জানিয়ে চিঠি দিয়ে জানান, “এর ফলে বহু কোটি টাকা ক্ষতি হয়েছে।” বাসবরাজ বোম্মাই বলেন, “বৃষ্টির কারণে ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, সেই বিষয়ে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে কথা বলবেন।”

মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, আগামী ৯ ই সেপ্টেম্বর অবধি কর্নাটক এবং বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি হবে। উত্তর কন্নড়, দক্ষিণ কন্নড় ও শিবমোগ্গাতে হলুদ সতর্কতা জারি হয়েছে। উপকূলও ভাসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored