নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মনমোহনপুর গ্রামে বিদ্যুৎ চুরি আটকানোর জন্য অভিযান চালাতে গিয়ে আহত হলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ পাঁচ জন কর্মী৷ এছাড়া এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের দু’টি গাড়িও ভাঙচুর করা হয়েছে৷
জানা গিয়েছে, রাস্তায় বিদ্যুত দপ্তরের খুঁটি থেকে বিদ্যুৎ চুরি করার অভিযোগ পেয়ে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের শান্তিনিকেতন শাখার কর্মীরা অভিযান চালাতেই এলাকার বাসিন্দাদের একাংশ বিদ্যুৎ দপ্তরের কর্মী ও আধিকারিকদের উপর চড়াও হয়ে ইট ছুঁড়তে থাকেন৷ আর ইটের আঘাতে বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল গফফর সহ পাঁচ জন কর্মী আহত হয়েছেন৷
এই ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে আক্রান্তদের এলাকার বাসিন্দাদের হাত থেকে উদ্ধার করে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেছে।
বিদ্যুৎ দফতরের বোলপুর মহকুমা আধিকারিক পরিমল সরকার এই বিষয়ে বলেন, ‘‘বিদ্যুৎ চুরি হচ্ছিল। আমাদের আধিকারিকরা তদন্ত করতে গিয়েছিলেন। সেই সময় আধিকারিকদের মারধর করা হয়। গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ আমরা গিয়ে ওই আহত আধিকারিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি’’।