শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ বর্তমান করোনা সংকটের জেরে প্রায় এক বছরের বেশী সময় ধরে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছে না। এমত অবস্থায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের নদীপার এন সি হাই স্কুল অভিনব উদ্যোগ নিলো।
গতকাল থেকে নদীপার এন সি হাই স্কুলের পক্ষ থেকে “দুয়ারে শিক্ষা” অনুষ্ঠান শুরু হলো। জানা গেছে, নদীপার এন সি হাই স্কুলের বেশীরভাগ ছাত্র দরিদ্র তাই বিদ্যালয়ের পড়ুয়ার অভিভাবকদের মিড-ডে-মিল ও বিদ্যালয়ের দেওয়া হোম টাক্সের কাগজপত্র নিতে একদিনের কাজ বন্ধ করে আসতে হয়। সেই কারণে অভিভাবকরা সমস্যার মধ্যে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=DDhjaWOG6qI
Sponsored Ads
Display Your Ads Hereএমত অবস্থায় নদীপার এন সি হাই স্কুল মুশকিল আসানের ভূমিকায়। বিদ্যালয়ের পক্ষ থেকে তপন ব্লকের ভারিলা এলাকায় ক্যাম্প করে পড়ূয়াদের অভিভাবকদের হাতে স্যানিটাইজার হোম টাক্স সহ বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereযাতে এই সমস্ত জিনিস নিতে গিয়ে অভিভাবকদের এক দিনের কাজের ক্ষতি না হয় সেই উদ্দেশ্যে এই উদ্যোগ বলে জানা যায়।