নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ভোরবেলা ৪টে নাগাদ সকালে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রাজস্থানের জয়পুরে পর পর তিন বার ভূমিকম্প হয়। এর কিছুক্ষণ পরেই ভোরবেলা ৫টা নাগাদ মণিপুরের উখরুলে ভূমিকম্প হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, এদিন ভোরবেলা ৪টে ৯ মিনিটে প্রথম জয়পুরে ভূকম্পন অনুভূত হয়। এই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪.৪ ছিল। উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ছিল। এরপর ৪টে ২২ মিনিটে দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয়। এই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.১ ছিল। আর উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল।
তারপর ভোরবেলা ৪টে ২৫ মিনিটে তৃতীয় ভূকম্পন অনুভূত হয়। এই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.৪ ছিল। যার উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ছিল। অন্যদিকে ভোরবেলা ৫টা ১ মিনিটে উখুরুল কেঁপে ওঠে। এই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.৫ ছিল। এছাড়া উৎসস্থল উখুরুলের ভূপৃষ্ঠ থেকে কুড়ি কিলোমিটার গভীরে ছিল।