নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ দীর্ঘ প্রতীক্ষিত রামালালার নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাম মন্দিরের গেটে শয়ে শয়ে পুণ্যার্থী এসে হাজির হন। সময় যত গড়িয়েছে সেই পুণ্যার্থীর সংখ্যাও দ্বিগুণ হয়েছে। গতকাল মধ্য রাত থেকেই মন্দিরের গেটের সামনে লাইন পড়ে যায়। আর আজ সকালবেলা রাম মন্দির খোলার পর থেকে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। ভিড়ের চাপে মন্দিরের সামনের অংশে থাকা ব্যারিকেডও ভেঙে যায়।
নিরাপত্তার বেষ্টনী ভেঙে উৎসুক জনতার ভিড় মন্দিরে প্রবেশ করার চেষ্টা করতেই অনেকে পদপিষ্ট হন। আবার বেশ কয়েক জন ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। রাজ্য ও জেলা প্রশাসন সহ নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টাও চলছে। তাই মন্দির কর্তৃপক্ষ এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শেষমেশ বাধ্য হয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছেন।