চয়ন রায়ঃ কলকাতাঃ চলতি বছর পুজো কমিটিগুলোর অনুদান বাড়ানো নিয়ে একটা জল্পনা চলছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সাথে বৈঠকের পর ঘোষণা করেন যে, ‘‘এবার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
আর বিদ্যুৎ বিলেও যাতে ৬০ শতাংশ ছাড় দেওয়া যায় সেই বিষয়ে কলকাতা ও স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে।’’ এদিন জেলার পুজো কমিটির সদস্যরা ভার্চুয়ালের মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের শুরুতেই বিরোধী বিজেপিকে কটাক্ষ করে জানান, ‘‘অনেকে বড়ো বড়ো কথা বলেন। কলকাতায় দু্র্গা পুজো হয় না। সরস্বতী পুজো হয় না।
Sponsored Ads
Display Your Ads Here
আমি বলছি, এমন পুজো কোথাও হয় না। এখানে এক বছর ধরে পরিকল্পনা হয়। কে স্বেচ্ছাসেবী হবেন, কে ফল কাটবেন, সব পরিকল্পনা করে রাখা হয়। এখন থিমের পুজো। কোন ক্লাব কাকে দিয়ে পুজো করাবে, এক বছর ধরে সেই সব নিয়েও পরিকল্পনা করা হয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া বলেছেন যে, ‘‘রাজ্যে ৪৩ হাজার পুজো কমিটির নাম নথিভুক্ত রয়েছে। তাছাড়াও পল্লীর পুজো ও বাড়ির পুজো রয়েছে। আজকাল মেয়েদেরও ভালো পুজো হয়। আমি পুলিশ এবং বড়ো ক্লাবগুলির কাছে গ্রেটফুল। তারা মহিলাদের ও ছোটো ক্লাবগুলিকে সাহায্য করে। অতএব এই বছরের পুজো কি দুরন্ত হবে, নাকি দুর্দান্ত! সেই পরিকল্পনাও তৈরী করতে হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here