নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ সকালবেলা মালদায় ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা খুন হয়েছেন। এদিন দুলালবাবু নিজের প্লাইইড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বাইকে চেপে আসা তিন জন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালাতেই মাথার কাছে গুলি লাগে। এরপর দুলালবাবুকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তুঙ্গে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকের শুরুতেই দুলালবাবুকে খুনের প্রসঙ্গ তোলেন। আর তার মৃত্যুতে শোকপ্রকাশ করে লেখেন, “আজ আমার ঘনিষ্ঠ সহযোগী ও জনপ্রিয় নেতা বাবলা সরকার খুন হয়েছেন। তৃণমূলের গোড়ার দিন থেকে উনি (এবং তাঁর স্ত্রী চৈতালি সরকার) দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন। বাবলা কাউন্সিলর হিসাবেও নির্বাচিত হয়েছেন। এই ঘটনার কথা জেনে আমি দুঃখিত ও হতবাক। অপরাধীদের দ্রুততার সাথে ধরা উচিত।”
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পুলিশের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হয়েছে। ওর উপর আগেও আক্রমণ করা হয়েছিল। আগে নিরাপত্তা পেত। পরে সেটা তুলে নেওয়া হয়।” এছাড়া রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনকে মালদা যাওয়ার নির্দেশ দেন। এরপরই পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন যে, প্লাইউডের কারখানার বাইরে থাকা কয়েক জন দুষ্কৃতী দুলালবাবুকে তাড়া করছে। তখন দুলালবাবু দৌড়ে কারখানায় ঢুকতেই দুষ্কৃতীরা পর পর গুলি চালিয়ে পালিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here