নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের দক্ষিণশোলে বাঁধগোড়া যাওয়ার পথে জঙ্গলের মধ্যে এক অপরিচিত যুবকের খণ্ডাংশ মৃতদেহ দেখে প্রত্যক্ষদর্শীরা রিতীমতো আঁতকে উঠেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি কয়েকদিনের কারণ শরীরে রক্ত জমাট বেঁধে রয়েছে। আর ধারালো কোনো অস্ত্রের কোপে মাথা ও মুখ দুই খণ্ড করে দেওয়া হয়েছে। এছাড়া মৃতদেহের আশেপাশে ধস্তাধস্তির চিহ্নও আছে। এর জেরে স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে এটি একটি খুনের ঘটনা।
পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ফরেন্সিক দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে ন্মুনা সংগ্রহ করেছে। তবে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, এই খুনের পিছনে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু হয়ে দিয়েছে।