নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বেশ কয়েকজন যুবক বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ছিনতাইবাজদের কবলে পড়ে কাছে থাকা সব কিছু হারালেন।
জানা গিয়েছে, গতকাল ছয় জন যুবক পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে তারাপীঠে পুজো দেওয়ার উদ্দেশ্যে দু’টি গাড়িতে চড়ে রওনা দিয়েছিলেন। কিন্তু রাত ১০ টা নাগাদ তারাপীঠ-কোটাসুর রাস্তার মাঝে বুদ্ধিগ্রামের কাছে ছিনতাইবাজরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ওই গাড়ি আটকে দেয়। এরপর তাদের আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়ি থেকে নামিয়ে নগদ টাকা সহ চারটি সোনার আংটি লুঠ করে চম্পট দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারাপীঠ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবকদের উদ্ধার করে হোটেলে নিয়ে যায়। তারপর পুজো দেওয়ারও ব্যবস্থা করে দেয়। এর পাশাপাশি টাকা ও সোনার আংটি উদ্ধার করে ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্তে শুরু করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here