নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আজ তামিলনাড়ুর হোসুরে টাটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় কারখানায় দেড় হাজার কর্মচারী কাজ করছিলেন। তবে দ্রুত আপৎকালীন নিরাপত্তা বিধি মেনে সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা গিয়েছে, টাটা ইলেকট্রনিক্সের ওই কারখানার মোবাইল ফোন উৎপাদন বিভাগে প্রথম আগুন লাগে। পরে তা কারখানার অন্যত্র ছড়িয়ে পড়ে। এরপর শীঘ্র দমকল বিভাগে খবর দেওয়া হয়। তবে প্রাথমিক ভাবে প্রশিক্ষিত কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তারপর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। যদিও বেলা ১১টা ৩০ মিনিট অবধি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রায় চব্বিশটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল কর্মীদের তরফে অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে। টাটা ইলেকট্রনিক্সের মুখপাত্রের ঘোষণা, ‘‘আমরা আমাদের কর্মচারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’’
Sponsored Ads
Display Your Ads Here