ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ অবশেষে টনক নড়ল ইউনূস সরকারের। ভারত সরকারের প্রতিবাদের পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ময়মনসিংহের হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার কাজ বন্ধ করলো। ভারত সরকারের দাবী মেনেই জেলা প্রশাসনের নির্দেশে বাড়ি ভাঙার কাজ স্থগিত করে দেওয়া হয়। আর তা পুনর্নির্মাণের চিন্তাভাবনা করা হচ্ছে। তার জন্য একটি কমিটিও তৈরী করা হয়েছে।
শতাব্দী প্রাচীন এই বাড়ি সত্যজিৎ রায়ের ঠাকুরদা তথা সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি। এই বাড়িটি বাংলাদেশ শিশু অ্যাকাডেমীর ভবন হিসেবে ব্যবহৃত হত। ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়ি সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু সরকার পরিবর্তন হতেই চিন্তাধারাও পাল্টে গিয়েছে। সংস্কার তো দূর, উল্টে ইউনূস সরকার এই বাড়িটি ভাঙার কাজ শুরু করে। ইতিমধ্যে এক তৃতীয়াংশ ভেঙে ফেলা হয়েছে।
এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন। আর জানান, “এই বাড়ি বাংলার সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীকভাবে জড়িত। তাই এই বাড়িটি সংরক্ষণের জন্য অনুরোধ করা হচ্ছে।” এরপর কেন্দ্রীয় সরকারও বাংলাদেশকে কড়া বার্তা পাঠায়। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বাড়ি ভাঙার খবরে দুঃখ প্রকাশ করে বলা হয় যে, “এই বাড়িটিকে না ভেঙে যেন সংস্কার ও পুনর্নির্মাণের কথা ভাবা হয়।” এছাড়া ভারত সরকার সংস্কারের কাজে সহযোগীতা করারও প্রস্তাব দেয়।
Sponsored Ads
Display Your Ads Here