Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ গতকাল রাতেরবেলা বেঙ্গালুরুর সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত স্টেশন এসএমভিটির প্রধান ফটকের সামনে একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে এক অজ্ঞাতপরিচিত মহিলার পচাগলা দেহ উদ্ধার হল। এই নিয়ে গত তিন মাসে একই কায়দায় ৩০ বছর বয়সী তিন জন মহিলার দেহ উদ্ধার করা হয়েছে।

আগামীকাল সকালবেলা থেকেই স্টেশন চত্বরে দুর্গন্ধ ছড়িয়েছিল। সন্ধ্যাবেলা একটি প্লাস্টিকের ড্রাম নজরে আসতেই আরপিএফ কর্মীরা ড্রামটির কাছে গিয়ে বুঝতে পারেন যে, সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর বাইয়াপ্পানহল্লি রেল পুলিশকে ডেকে ড্রামটি খুলে মহিলাটির পচাগলা দেহ উদ্ধার করা হয়।

এছাড়া ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। তারপর তদন্তের জন্য স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। স্টেশনে কে ড্রামটি রাখলেন তা স্টেশনের সিসিটিভি ফুটেজের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।