নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত ডাকাতিপোতা মাঠের পাটের জমি থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির গলা কাটা দেহ। এই দেহ উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, আজ সকালবেলা স্থানীয়রাই প্রথমে পাটের জমিতে দেহটি পড়ে থাকতে দেখেন। প্রত্য়ক্ষদর্শীরা জানান, “কাছে গিয়ে দেখেন যে, ধড় থেকে বিচ্ছিন্ন মুন্ডু একটি পলিথিন ব্যাগের মধ্যে ঢোকানো রয়েছে।” এরপর নওদা থানায় খবর দেওয়া হয়।
নওদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। যদিও এখনো মৃতদেহের কোনো পরিচয় জানা যায়নি।