নিজস্ব স্নবাদ্দাতাঃনয়া দিল্লিঃ সারা দেশ জুড়ে দ্রুত হারে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার। দৈনিক আক্রান্তের হার ১৬.৬৬ শতাংশ। মৃত্যুর সংখ্যা ৪০২ জন।
অর্থাৎ দেশে সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার ৯৬২ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জন। এই মুহূর্তে দেশে করোনায় সুস্থতার হার ৯৪.৮৩ শতাংশ।
বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, “দেশে ওমিক্রনের প্রভাবে যে সাম্প্রতিক করোনার ঢেউ দেখা দিয়েছে তাতে জানুয়ারী মাসের শেষের দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পর্যন্ত পৌঁছাতে পারে”।
আর দৈনিক সংক্রমণের ক্ষেত্রে মহারাষ্ট্রই শীর্ষ স্থান অধিকার করেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২১১ জন। ও দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩৮৩ জন।
এর পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে সমগ্র দেশ জুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৮৮ জন।