নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ পর পর টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ধস নেমে রাস্তাও বন্ধ। বিচ্ছিন্ন দার্জিলিং। জলপাইগুড়ি ও কালিম্পঙের বহু এলাকা ভেসে গিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। ইতিমধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। আবার যেসব পর্যটকরা গাড়ি নিয়ে ঘুরতে এসেছিল তাদের মধ্যে অনেকের গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। সেখানে উপস্থিত পর্যটকরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
একটানা বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া দুধিয়া সেতু ভেঙে পড়েছে। পাশাপাশি শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধস নেমে ঋষিখোলা, পেডংয়ের অনেক রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের বিপর্যয়ে মৃতদের পরিবারকে নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়েছেন। আর আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাবেন।
অন্যদিকে, একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদলে ফেলা হয়েছে। মূলত আলিপুরদুয়ার ডিভিশনে পরিবতনগুলিই করা হয়েছে।অন্যদিকে, একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদলে ফেলা হয়েছে। মূলত আলিপুরদুয়ার ডিভিশনে পরিব
Sponsored Ads
Display Your Ads Here