ব্যুরো নিউজঃ মস্কোঃ গতকাল মস্কোর ক্রকাস সিটি হলে হামলায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪৩ জন দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ১৪০ জন। এই ঘটনায় আপাতত ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চার জন সরাসরি হামলায় জড়িত ছিলেন।
সূত্রের খবর, গতকাল ক্রকাস সিটি হলে রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর অনুষ্ঠানে জঙ্গিরা ফৌজিদের পোশাক পরে কনসার্ট হলে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এমনকি বোমা ও গ্রেনেডও ছোঁড়া হয়। এতে গোটা হল থেকে কালো ধোঁয়া গলগল করে বের হতে থাকে। আগুন নেভাতে তিনটি হেলিকপ্টার থেকে জল ছোঁড়া হয়। অনেকেই বাঁচতে চেয়ারের পিছনে লুকিয়ে পড়েন। কেউ কেউ দৌড়ে বেসমেন্টে বা ছাদেও উঠে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় চার জন গুলি চালিয়েছেন। যাদের মধ্যে দুই জন আততায়ী এলোপাথাড়ি গুলি চালিয়ে ষাট জনকে হত্যা করেছেন। আর বহু মানুষ আহত হয়েছেন। এই হামলার পর প্রায় চার জন জঙ্গি সাদা গাড়িতে চেপে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে ব্রায়ানস্ক অঞ্চলে ওই গাড়ির মধ্যে থাকা জঙ্গিদের গ্রেফতার করে। গাড়ি থেকে অস্ত্রও উদ্ধার করা হয়। পাশাপাশি ফরেন্সিক দলও ঘটনাস্থলে এসে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Here
ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, স্পেন, ইটালি এই হামলার তীব্র নিন্দা করেছে। আমেরিকার দাবী, ‘‘এই হামলার নেপথ্যে আইএসের খোরাসান শাখা রয়েছে।’’ আইএসের ওই শাখাও হামলার দায় স্বীকার করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ‘‘চলতি মাসের শুরুতে তারা মস্কোকে সতর্কও করেছিল।’’ কিন্তু পুতিন সরকার এই বিষয় কোনো মন্তব্য করেনি।
Sponsored Ads
Display Your Ads Here
তবে আমেরিকা স্পষ্ট জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধের সাথে এই হামলার কোনো যোগ নেই। ইউক্রেনও দায় অস্বীকার করেছে। যদিও রাশিয়ার নিরাপত্তা সংস্থা দাবী করেছে, ‘‘হামলাকারীদের সাথে ইউক্রেনের যোগ রয়েছে। হামলার পর অভিযুক্তেরা ইউক্রেন সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছিল।’’ এই হামলার পর সারা দেশে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। আগামী বেশ কয়েক দিন সমস্ত রকম অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।