নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের দুই জেলা সারণ ও সিওয়ানে নতুন করে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনায় বিহারে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জন হয়েছে। এর মধ্যে শুধু সিওয়ানের মাঘার ও অরাইয়ায় আঠাশ জনের মৃত্যু হয়েছে। আর সারণের মাসরাখ থানার অন্তর্গত ইব্রাহিমপুর এলাকায় বাকি সাত জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দুই জেলায় আরো পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সারণ, সিওয়ান, সারণ এবং পটনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল রাজ্য পুলিশের ডিজি অলোক রাজ জানান, “দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই ঘটনায় এখনো অবধি পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে।” মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক আবহ সরগরম হয়ে উঠেছে। বিরোধীরা নীতিশ কুমারকে এই ঘটনার জন্য দায়ী করেছে। আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবী, “এটি গণহত্যা। মদ নিষেধাজ্ঞায় বিহার পুরোপুরি ব্যর্থ। এর দায় নীতীশ কুমারের সরকারের।”