নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গভীর রাতেরবেলা জামালপুরের প্রাণবল্লভপুর ঘুমের মধ্যেই বাড়ির দেওয়ালে বালি বোঝাই ডাম্পার ধাক্কা মারতেই পাঁচিল চাপা পড়ে ১ জন প্রৌঢ়া মারা যান। মৃতার নাম সন্ধ্যা হাজরা। বয়স ৫২ বছর। আর পাশে শুয়ে থাকা স্বামী সুকুমার হাজরাও আহত হয়েছেন। মাঝরাতেরবেলা বিকট আওয়াজ পেয়ে পরিবারের বাকি সদস্যরাও ছুটে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্পারটি জামালপুর থেকে বালি বোঝাই হুগলীর তারকেশ্বরের দিকে যাচ্ছিল। কিন্তু চকদিঘি পঞ্চায়েতের প্রাণবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারতেই ডাম্পারের মুখটি ঘুরে গিয়ে রাস্তার পাশে থাকা বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। আর সেখানেই সন্ধ্যা দেবী ও সুকুমারবাবু ঘুমিয়েছিলেন। পরে জানা যায়, চালক মত্ত অবস্থায় ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই বাড়ির বাকি সদস্যদের উদ্ধার করে। প্রতিবেশীরাও এই কাজে সাহায্য করেছেন। পাশাপাশি ডাম্পার এবং পাঁচিলের মাঝে আটকে থাকা মৃতদেহকেও ডাম্পার সরানোর পরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বুধবার রাতেরবেলাও জামালপুরের হালাড়া মোড়ে একটি বালি বোঝাই ডাম্পার উল্টে একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকান ও চালের দোকান সহ ছ’টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের অভিযোগ, “কয়েকশো বালি বোঝাই গাড়ি ওই রাস্তা দিয়ে চলাচল করে। রাত বাড়লে বালি বোঝাই ট্রাক, ডাম্পার বেপরোয়া হয়ে ওঠে।”এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানান, “বারবার দুর্ঘটনা ঘটছে কি কারণে তা খতিয়ে দেখা হবে। আর যে সব অভিযোগ বা দাবী উঠছে, সেগুলিরও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” জামালপুর থানার দাবী, “ইতিমধ্যে মত্ত চালকদের ধরতে অভিযান শুরু হয়ে গিয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here