নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ আজ ওড়িশার ভদ্রক জেলায় একটি গাছ থেকে উদ্ধার হলো স্থানীয় ১ জন ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃতের নাম ভাস্কর সমল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে ভাস্করের স্ত্রী সুস্মিতা সমলকে খবর দিতে গিয়েছিলেন। কিন্তু সুস্মিতাকে কোথাও খুঁজে না পেয়ে দম্পতির বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে সুস্মিতাকে রক্তাক্ত অবস্থায় দেখেন। এই ঘটনায় দাম্পত্যকলহের জেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
ইতিমধ্যে দামনগর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে মৃতদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এদিকে ঘর থেকে একটি রক্তমাখা কাটারিও উদ্ধার হয়েছে। সুস্মিতার বাবার দাবী, ‘‘প্রায়শই ভাস্কর সুস্মিতাকে মারধর করতেন। পুলিশ-প্রশাসনের মধ্যস্থতায় দাম্পত্যকলহ মেটানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি।’’
পুলিশেরও প্রাথমিক ভাবে অনুমান, ভাস্কর ওই কাটারি দিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন। তবে এই ঘটনার নেপথ্য কি কারণ রয়েছে তা ভালোভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। এর পাশাপাশি সুস্মিতার শ্বশুরবাড়ির সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।