নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের খাসপুর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে টিনের তৈরী একটি দোকানে বিদ্যুৎ সংযোগের জায়গায় হাত লেগে মৃত্যু হলো পঞ্চম শ্রেণীর লিটন প্রামাণিক নামে ১ জন পড়ুয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে তুমুল উত্তেজনা তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাসপুরে একটি টিনের তৈরী প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে। ওই দোকানে মাঝেমাঝেই চুরি হয়। ফলে চুরি আটকাতে দোকানের ভিতরে যে টিনের অংশ রয়েছে তাতে দোকানের মালিক বিদ্যুৎ সংযোগ করে রেখেছিলেন। আর এদিন লিটনের দেহ দোকান থেকে পাওয়া যায়।
মৃতের পরিবারের দাবী, “ভোরবেলা ছাগলের খাবারের জন্য পাতা কাটতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। এর কিছুক্ষণ পর দোকানের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়।” পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর একটা মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। অন্যদিকে, বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।