অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই বছরের মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর শীর্ষে রয়েছে। কালিম্পং দ্বিতীয় স্থানে রয়েছে। আর কলকাতা তৃতীয় স্থানে ও পশ্চিম মেদিনীপুর চতুর্থ স্থানে রয়েছে।
এই বছর পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাজি প্রথম স্থান অধিকার করেছে। প্রাপ্ত নম্বর ৬৯৭। চলতি বছর মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে ৩ লক্ষ ৬ হাজার ২৫৩ জন ছাত্র এবং ৩ লক্ষ ৭৬ হাজার ৬৮ জন ছাত্রী ছিল। অর্থাৎ ছাত্রীর সংখ্যা ছাত্রের তুলনায় ২২ শতাংশ বেশী। কৃতকার্যের সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। আর অকৃতকার্যের সংখ্যা ১ লক্ষের বেশী।
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন টুইটারে লেখেন, ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যের সাথে পূর্ণ হোক।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিন মাধ্যমিকের ফলপ্রকাশের পরই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে পরের বছরের পরীক্ষার তারিখ জানিয়ে বলেছেন যে, ‘‘২০২৪ সালে লোকসভা নির্বাচনের কারণে ২ রা ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর ১২ ই ফেব্রুয়ারী শেষ হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here