নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার ফোরশোর রোডের একটি কাপড়ের গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে কয়েক লক্ষ টাকার জামা-কাপড়। এই অগ্নিকাণ্ডের জেরে চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আগুন লাগা মাত্রই দ্রুত দমকল বিভাগ ও শিবপুর থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। দমকল কর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। কিন্তু আশপাশে প্রচুর গুদাম এবং কারখানা থাকায় সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তবে দমকল কর্মীদের তৎপরতায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গুদামের মালিক প্রদীপ জয়সওয়াল জানান, “অগ্নিকাণ্ডের জেরে প্রচুর টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গুদামে আগুন নেভানোর ব্যবস্থাও ছিল।” যদিও অগ্নিকান্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here