নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশের দৈনিক করোনা সংক্রমণ একদিনে ৫৫ শতাংশ বেড়ে গেল। অর্থাৎ একদিনে প্রায় ৫৯ হাজার থেকে ৯০ হাজারে পৌঁছে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৮ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৬৩০ জন।
আর দেশে মৃৃত্যু হয়েছে ৩২৫ জনের। দেশে সুস্থতার হার ৯৮ শতাংশ থাকলেও এদিন তা কমে ৯৭.৮১ শতাংশে এসে পৌঁছায়। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা ১৯ হাজার ২০৬ জন। আপাতত দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ৯ জন।
দেশের দৈনিক সংক্রমণের হার ৬.৪৩ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৩.৪৭ শতাংশ। এছাড়া সক্রিয় রোগীর সংখ্যা মোট সংক্রমণের এক শতাংশের নীচেই রয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৪০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মনে করছে যে, এই সংক্রমণের বৃদ্ধির জন্য ওমিক্রন ভ্যারিয়েন্টই দায়ী।
দেশের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৫৩৮ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৯৭ জন। এদিকে দিল্লিতেও দাপ্ট বাড়িয়ে ওমিক্রন আক্রান্তের স্নখ্যা ৪৬৫ জন। ইতিমধ্যে দেশের মধ্যে ২৬ টি রাজ্যে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।
এছাড়া সংক্রমণের দ্বিতীয় স্থানে থাকা পশ্চিম্বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার। তাই করোনার এই উদ্বেগজনক পরিস্থিতিতে সংক্রমণ আটকাতে সারা দেশ জুড়েই কোভিড বিধিনিষেধ সহ নৈশ কার্ফু শুরু হয়ে গেছে।