দাঁতালদের আম খাওয়ার দৃশ্য উপভোগ করল উৎসুক জনতা
নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ জমিতে নেই ফসল। পেট ভরাতে ভরসা আম, কাঁঠাল। লোকালয়ে বাড়ি বাড়ি ঘুরে সেই আম ও কাঁঠাল গাছের খোঁজ চলছে। এর সঙ্গে কলা গাছও মিলছে। ফলে স্থানীয়দের লোকালয়ে হাতির প্রবেশকে ঘিরে ঘর-বাড়ি ভাঙার আতঙ্কও পিছু ছাড়ছে না।
শুক্রবার সকালে দিনের আলো ফোটার পরও ঝাড়গ্রামের ক্রিস গার্ডেন এলাকার পিচ রাস্তায় ঘুরতে দেখা গেল হাতিদের। কৌতূহলী জনতারাও হাতির পিছু নিয়েছে। স্থানীয়রা জানান চারটি হাতি রয়েছে।
এদিল সকালবেলায় গজরাজের আম গাছ শুঁড় দিয়ে নাড়ানোর ফলে পড়ে যাওয়ায় আম কুড়িয়ে খাওয়ার দৃশ্য স্থানীয়রা উপভোগ করেন।
কয়েকদিন ধরেই গড় শালবনীর জঙ্গলে চারটি হাতি রয়েছে। সন্ধ্যা হলেই হাতির দল গ্রামের ভিতরে প্রবেশ করে আম, কলা, কাঁঠাল গাছের বাগানে হানা দিয়ে সব সাবাড় করে দিচ্ছে। হাতির পাল শুঁড়ের নাগাল যাওয়া পর্যন্ত একটা কাঁঠালও গাছে রাখছে না।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, “যেভাবে হাতি আম-কাঁঠাল খাচ্ছে তাতে আমাদের জামাইষষ্ঠীতে আম-কাঁঠাল কিনে খেতে হতে পারে”।