নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল মধ্যরাতেরবেলা নদীয়ার শান্তিপুর শহরের সুত্রাগরের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১০৮ বছর বয়সী সুমিত্রাবালা বিশ্বাসের বার্ধক্যজনিত কারণে মৃত্যুতে শোকের পরিবর্তে আনন্দের আমেজ দেখা গিয়েছে।
সুমিত্রাবালা দেবীর দেহ ঢাক-ঢোল পিটিয়ে, তাসা-ব্যাঞ্জো বাজিয়ে, কীর্তনের দলের সাথে শোভাযাত্রা করতে করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এই শ্মশান যাত্রায় আত্মীয়-স্বজন সহ মোট ২০০ জন ছিলেন। বৃদ্ধার নাতিদের ইচ্ছায় এমন শোরগোল করে আনন্দ সহকারে শেষকৃত্য করা হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু এই ঘটনা দেখে অনেকেই সমালোচনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৮ বছর আগে সুমিত্রাবালা দেবীর স্বামীর মৃত্যু হয়েছিল। এরপর থেকে সাত জন ছেলে, বারো জন নাতি ও সন্তান-সন্ততি মিলিয়ে ৫২ জনের পরিবারে দিন কাটছিল।