চয়ন রায়ঃ কলকাতাঃ গত ৩রা মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলপ্রকাশের সময় জানিয়ে দিলেন। প্রসঙ্গত, এবার গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। যেখানে গত বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু, এবার সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই কমেছে। সংসদের কথায়, “২০২৩ সালে মাধ্যমিকে উত্তীর্ণের সংখ্যা কম থাকার কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।”
এদিকে পরীক্ষা শুরু হতেই চিরঞ্জীব ভট্টাচার্য একাধিক জেলায় বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছেন। আর যাবতীয় ব্যবস্থা ঘুরে দেখছেন। এদিন বীরভূমে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।” এই বছর ফেব্রুয়ারী মাসের শেষে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আর মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, চলতি বছর উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস থেকে টুকলি রুখতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রথম থেকেই যথেষ্ট তৎপর ছিল। একদিকে যেমন বিদ্যালয়ে মেটাল ডিটেক্টর এসেছে। তেমন অন্যদিকে, একইসঙ্গে প্রশ্নপত্র বণ্টনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে কোন স্কুলে কোন প্রশ্ন যাবে তা থানায় বাছাই হত। তারপর প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্রের সিল খোলা হত। এবার ছাপাখানা থেকেই সেই কাজ হয়ে আসছে। আর সরাসরি ক্লাসরুমের মধ্যেই মুখবন্ধ খাম থেকে প্রশ্ন খোলা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here