নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ এবার বর্ধমানের কুলটির রামনগর সেলের কয়লা খনির ঠিকা শ্রমিকরা আমরণ অনশনে বসলেন।
ঠিকা শ্রমিকদের দাবী, “অবিলম্বে সেলের রামনগর কোলিয়ারি চালু করতে হবে ও টেন্ডার করে শ্রমিকদের কাজ দিতে হবে। এই দাবী না মানলে অনশনকারীরা এই আমরণ অনশন চালানো হবে বলে জানানো হয়”।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
প্রসঙ্গত এর পাশাপাশি গত ২০১৮ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সালের অক্টোবর মাসে সিএমপিএফের ঠিকা শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সালানপুর ঠিকাদার মজদুর রামনগর পক্ষ থেকে এই দাবী দাওয়া নিয়ে এই আমরণ অনশন করেছিল।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code