নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কংগ্রেসের ন্যায় যাত্রায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অনুরোধ করে জানান, “ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ করুন। অন্তত পাঁচ মিনিটের জন্য আসুন।”
আজ থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন। এদিন কোচবিহারে প্রবেশ করেছেন। তবে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় এই যাত্রা আসছে। কিন্তু এখনো তাঁকে কেউ এই বিষয়ে কিছু জানায়নি।” যদিও কংগ্রেস শিবিরের তরফে জানানো হয়, “তাঁরা বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে রাহুল গান্ধী বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা কাটছাঁট করে জরুরী ভিত্তিতে দিল্লিতে উড়ে যাচ্ছেন। কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামীকাল তাঁর রাজধানীতে বিশেষ কর্মসূচী থাকায় চলে গিয়েছেন। আবার ২৮ শে জানুয়ারী সকালে ফালাকাটার টাউন ক্লাবে এই ন্যায় যাত্রায় অংশগ্রহণ করবেন। তাই আপাতত ২৬ শে জানুয়ারী ও ২৭ শে জানুয়ারী কোচবিহার থেকে ন্যায়যাত্রা স্থগিত থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here