রাজ খানঃ বর্ধমানঃ সেতুর মাঝের অংশে রাস্তা বেহাল। তাই সেতুটি বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে যাতায়াতকারীরা নিত্য সমস্যায় পড়ছেন। বৃষ্টি হলে বিপদ আরো বাড়ছে। বর্ধমান-বোলপুর ২ বি জাতীয় সড়কের হলদিতে খড়ি নদীর উপর সেতুটি কার্যত মরণ ফাঁদ হয়ে উঠেছে।
https://www.youtube.com/watch?v=ZLRwaTHiQ28
Sponsored Ads
Display Your Ads Hereপ্রায়ই যাতায়াতকারীদের দুর্ঘটনার মধ্যে পড়ায় অবিলম্বে সেতু সংস্কারের দাবী উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=2ofBADU–GA
খড়ি নদীর উপর সেতুটি বহু প্রাচীন। অনেকদিন আগেই সেতুটি বিপজ্জনক হয়ে উঠেছে। সেতুর মাঝে দুইদিকের সংস্থলে প্রায়ই গর্ত ও ফাটলের সৃষ্টি হয়। মাঝে মাঝে সংস্কার করা হয়। কিন্তু স্থায়ী সমাধান হয় না বলে অভিযোগ উঠছে।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=YBljNv-1IVc
ফলে সংস্কারের কিছুদিনের মধ্যেই ফের গর্ত এবং ফাটলের সৃষ্টি হয়। বর্ধমান-বোলপুর রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম ব্যস্ত রাস্তা। প্রতিদিন কয়েক হাজার পণবাহী যান চলাচল করে। প্রচুর সংখ্যায় অন্যান্য যানবাহনও চলাচল করে। এরফলে দিন দিন সেতুর উপর যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাপও ক্রমাগত যেন বেড়েই চলেছে।
https://www.youtube.com/watch?v=H0AnecHl7wM