রায়া দাসঃ কলকাতাঃ কলকাতা পুরসভার পাশাপাশি রাজ্যের চারটি পুরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়ে ফলও প্রকাশিত হয়ে গেছে। এবার বাকি আছে মোট ১০৮ পুরসভার ভোট। যা নিয়ে ইতিমধ্যে রাজ্য-রাজনীতিতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
আজ রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ শে ফেব্রুয়ারী রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট গ্রহণ হবে। আর ২ রা মার্চ ভোট গণনা হবে। এছাড়া প্রতিটি মিউনিশিপ্য়ালিটির রিটার্নিং অফিসারকে ইভিএমগুলি রাখার জন্য স্ট্রং রুমের ব্যবস্থা করতে বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর এর মধ্যেই নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বিজেপি ও তৃণমূল নেতা-কর্মীদের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে। তবে অধিকাংশ দলই মনোনয়ন পেশ করে প্রচার শুরু করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, করোনা পরিস্থিতির জন্য বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের কাছে ১২ ই ফেব্রুয়ারী চারটি এবং বাকি ১০৮ টি পুরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবী জানানোর পাশাপাশি একসাথে দু’টি ভোটের গণনার দাবী তুলেছিল।
Sponsored Ads
Display Your Ads Here