অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতায় যতটা পারদ পতন হয়েছে তা গত পনেরো বছরে জানুয়ারী মাসে হয়নি। এটি সর্বকালীন রেকর্ড! এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট।

আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, ১৯৬৫ সালে একবার কলকাতার তাপমাত্রা সাত ডিগ্রী সেলসিয়াসে নেমে গিয়েছিল। এরপর ২০১২ সালের ডিসেম্বর মাসে ১০.৯ ডিগ্রী সেলসিয়াস ছিল। আর ২০২৩ সালে ডিসেম্বর মাসে একবার এগারো ডিগ্রীর নীচে তাপমাত্রা নেমেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আরো চার দিন রীতিমতো কনকনে শীত থাকবে। আগামীকাল নদীয়া, হুগলী, বীরভূম, কোচবিহার, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগনায় শীতল দিনের সতর্কতা জারি রয়েছে।

পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। বীরভূমে তিন দিন এবং পূর্ব বর্ধমানে দু’দিন শীতল দিনের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে শীতল দিনের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ছ’ডিগ্রী সেলসিয়াসের নীচে থাকবে। চার দিন পর রাতের তাপমাত্রা দু’ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে।
Sponsored Ads
Display Your Ads Here









