রাতভর বৃষ্টিতে ভাসছে শহর কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা

Share

রায়া দাসঃ কলকাতাঃ রাতভর বৃষ্টির জেরে গোটা শহর জলে থৈ থৈ। গতকাল রাত যত গভীর রয়েছে ততই বৃষ্টির পরিমাণ বেড়েছে। যা আজ সকালে চরম পর্যায় পৌঁছেছে। এর জেরে যানবাহনের অবস্থাও শোচনীয়। রাস্তায় তেমন যানবাহন নেই বললেই চলে। একাধিক ট্রেন বাতিল। আবার কোথাও কোথাও লাইনের উপর দাঁড়িয়ে আছে ট্রেন। ফলে অফিসযাত্রীদের প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গ জুড়ে লাল সতর্কতা জারি হয়েছে। গত তিন ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে মেঘভাঙা বৃষ্টিপাত। সঙ্গী হয়েছে প্রবল বজ্রবিদুৎ। তার সঙ্গে আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়েছে দমকা হাওয়াও। শহরেরই সাত এলাকায় দেখা গিয়েছে প্রবল বৃষ্টিপাত। গত ১ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারেরও বেশি। কয়েকটি জায়গায় তা আবার তিন ঘণ্টায় ছাড়িয়ে গিয়েছে ২০০ মিলিমিটারের গণ্ডিও। সব মিলিয়ে মঙ্গলের সকাল যে মোটেই সুখকর ছিল না, তা নিয়ে কোনও সন্দেহই নেই।

হাওয়া অফিস তরফে আরও জানা গিয়েছে, এদিনের বৃষ্টির মূল প্রভাব পড়েছিল দক্ষিণ ২৪ পরগনা ও সেই সংলগ্ন জেলায়। প্রভাব পড়েছিল হাওড়া, হুগলিতেও। এছাড়াও দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের আর জেলাগুলিতে জারি হয়েছে হলদু সতর্কতা। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী, মানিকতলায় বৃষ্টি হয়েছে ১৪৭ মিমি, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কামডহরি এলাকায়। সেখানে বৃষ্টির পরিমাণ ২৪৫ মিমি। এছাড়াও, তপসিয়া, বালিগঞ্জ বৃষ্টির পরিমাণ ২৪০ মিমির অধিক। ভেসেছে উল্টোডাঙা, কাঁকুড়গাছি সংলগ্ন এলাকাও।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930